হুগলি জেলায় শুরু 'বাংলা মোদের গর্ব', অংশ নিচ্ছেন শতাধিক লোকশিল্পী

bangla moder garbo event has started in hooghly district_gnrbangla moder garbo event has started in hooghly district_gnr
  • ২৯ নভেম্বর ২০২৪ ২২ : ০২

মিল্টন সেন, হুগলি: মহিলা ঢাকিদের ঢাকের শব্দ সঙ্গে আদিবাসী নৃত্য, রণ পা, বহুরূপী-সহ আরও নানান উপস্থাপনার মধ্য দিয়ে সাড়ম্বরে শুরু হল 'বাংলা মোদের গর্ব'। প্রতিটি জেলাতেই এই অনুষ্ঠান উদযাপিত হয়। এবার শুরু হল হুগলিতে। জেলার তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে শুক্রবার সন্ধ্যায় ভদ্রেশ্বর কল্যাণ সংঘ ময়দানে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, জেলাশাসক মুক্তা আর্য, সভাধিপতি রঞ্জন ধাড়া, চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, ভদ্রেশ্বর পুরসভার পুরপ্রধান প্রলয় চক্রবর্তী সহ অনেকেই। 

 

আরও পড়ুন
4000 percent Increase in Sale of Ultra-Processed Foods in India

ভারতে ৪০০০ শতাংশ বৃদ্ধি অতিপ্রক্রিয়াজাত খাবারের! 

Nepal: New Gen Z protests makes big problem

ফের উত্তপ্ত নেপাল, জারি কার্ফু


এই আয়োজনের মূল আকর্ষণ মেলা। এতে রয়েছে বিভিন্ন কুটির শিল্পের প্রদর্শনী সঙ্গে হস্ত শিল্পের দোকান। মেলা কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, এতে মোট স্টলের সংখ্যা রয়েছে ২৩টি, তার মধ্যে আটটি স্টল ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিভাগের সাহায্যে পণ্য উৎপাদন করা হস্তশিল্পীদের জন্য। সাতটি স্টল স্বনির্ভর গোষ্ঠীর উৎপাদিত পণ্যের জন্য। মেলার পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচী নিয়ে, এক বড় মাপের প্রদর্শনীরও এদিন আয়োজন করা হয়, যার নাম "উন্নয়নের পথে মানুষের সাথে"। অনুষ্ঠানে অংশ নিয়েছেন হুগলি জেলার প্রায় শতাধিক লোকশিল্পী। আগামী তিন দিন ভদ্রেশ্বর স্টেশন বাজার সংলগ্ন কল্যাণ সংঘ ময়দানে মেলা চলবে। প্রথম দিনে অনুষ্ঠান পরিবেশন করেন পুরুলিয়া জেলার নাটুয়া, পূর্ব বর্ধমান জেলার রণ পা নৃত্য এবং বীরভূমের জয়দেব থেকে আগত বাউলেরা। তিনদিনের মেলায় অংশ নেবেন শিল্পী ইন্দ্রাণী সেন, সুরজিৎ চট্টোপাধ্যায়, গৌতম ঘোষ, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, সৌমিত্র রায়ের মত নামকরা শিল্পীরা। এই মেলায় প্রবেশ করতে লাগবে না কোনও টিকিট মূল্য এমনটাই জানিয়েছে তথ্য ও সংস্কৃতি বিভাগ।